Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য ইশরাক হোসেন এক ফেসবুক বার্তায় জুলাই প্রসঙ্গে বলেন:

"জুলাই অভ্যুথান ঘটেছিল খু*নি ফ্যাসিবাদী হাসিনাকে বর্বর অত্যাচারের মসনদ থেকে টেনে হিচড়ে নামিয়ে বাংলাদেশের প্রতিটি শহর থেকে গ্রামের ধনী গরিব দল মত নির্বিশেষে মজলুম মানুষের মুক্তির সংগ্রামের শেষ অধ্যায় হয়ে। জুলাই অভ্যুথান এর কৃতিত্বের সর্বোচ্চ দাবিদার যারা শহীদ হয়েছেন সেই সকল ছাত্র, যুবক, বৃদ্ধ, মাদ্রাসার শিক্ষার্থী, কুলি, মজদূর, অটোচালক, মহিলা, শিশু সহ সকল শ্রেণী পেশার মানুষ যারা আমাদের অধিকার ফিরিয়ে আনতে অকাতরে জীবন দিয়েছেন।

এরপর যারা চোখ, মুখ, হাত, পা ও অঙ্গহানি হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা যারা বেঁচে আছি, মাঠে লড়েছি, কারাবরণ করেছি, মৃত্যুঝুকি নিয়ে লড়াই চালিয়ে গিয়েছি এটা ছিলো আমাদের দেশরক্ষার ঈমানি দায়িত্ব। এবং আমাদের পাশে থেকে জনগণকে বিজয়ী করে সর্বশেষ ইতি টেনেছে দেশপ্রেমিক সেনাবাহিনী।

ফ্যাসিবাদের বিলোপ হাসিনার পতনের সাথে হয়ে গিয়েছে। পৃথিবীতে কোনো কাগজে কলমে আইন লিখে স্বৈরাচার বা ফ্যাসিবাদ এর উথান ঠেকানোর প্রতিরোধমূলক ব্যবস্থা বলে কিছু নাই। এরা যুগে যুগে এসেছে এবং পরে নিজ প্রয়োজনে ফ্যাসিবাদী বাবস্থা কায়েম করেছে।

এদেরকে কিভাবে ঠেকাতে হবে তা বাংলাদেশের জনগণ ভালোভাবেই জানে। আবার যদি কোনও স্বৈরাচার, দেশবিরোধী বা গনতন্ত্রবিরোধী শক্তির উত্থানের আলামত দেখা যায়, জনগণ যার হাতে যা আছে তার সবকিছু নিয়ে যেকোনো সময় সেই অপশক্তিকে তছনছ করে দেয়ার জন্যে আমাদের নেতার নির্দেশ পালনে সর্বদা প্রস্তুত। 

ণতন্ত্র ও নির্বাচন নিয়ে কোনও ষড়যন্ত্র হলে এইবার পালানোর সুযোগ থাকবে না।

#সবারআগেবাংলাদেশ #আমাদেরজুলাই #BNPBangladesh #BNP #বিএনপি"