Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহবায়ক কমিটিকে অসহযোগিতার ঘোষণা দিয়েছেন শতাধিক নেতা-কর্মী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় একত্র হয়ে এ ঘোষণা দেন তারা। ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির গঠনের জন্য আহবায়ক কমিটি গঠন করা হলেও ৪৫ দিনেও আহ্বায়ক-সদস্যসচিবের কোনো তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শতাধিক নেতাকর্মী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘোষণা দেন তারা।

এ সময় নেতাকর্মীরা বলেন, ‘৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির লক্ষ্যে আমাদের আহ্বায়ক কমিটি গঠন করা হলেও আমরা গত ৪৫ দিনেও কমিটি গঠনের কোনো তৎপরতা দেখিনি আহ্বায়ক-সদস্যসচিবের। তাই এই ব্যর্থ ও মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি  ক্যাম্পাসের অন্য নেতৃত্ববৃন্দ চায় না৷ আমরা তাদের কোনো প্রোগ্রামে সহযোগিতা করব না এবং ক্যাম্পাসে ছাত্রদলের ভাবমূর্তি রক্ষা ও শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য করার লক্ষ্যে নতুন কমিটি গঠনে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করছি। পূর্ণাঙ্গ কমিটি গঠন না করা পর্যন্ত আমরা সবাই আলাদা কর্মসূচি করব এবং এই কমিটিকে অসহযোগিতা করব। আমরা শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিলাম।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য সুমাইয়া সুলতানা ছিয়া বলেন, ‘আমাদের সাথে তাদের কমিটমেন্ট ছিল সম্মান দেওয়া। তবে এখন আমাদের ব্যবহার করে যদি আরও এক-দেড় বছর থাকতে চায়, সেটা আমাদের সাথে মোনাফেকি আচরণ হবে। কেন্দ্রের নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে এই কমিটি ব্যর্থ। কমিটি পূর্ণাঙ্গ ছাড়া সব কাজই আমাদের কাছে স্পষ্ট।’  
আরেক সদস্য মো. তানভীর হোসেন বলেন, ‘ছাত্রদলকে আরও গতিশীল ও গ্রহণযোগ্য করতে আমরা সময়োপযোগী নেতৃত্বের প্রয়োজন অনুভব করছি। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা ও দলের ভাবমূর্তি রক্ষায় একটি সমসাময়িক, সক্রিয় ও বৈধ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত কমিটি এখন সময়ের দাবি।’

তিনি আরও বলেন, ‘বর্তমান কমিটিতে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের বাইরে থাকা এবং শিক্ষার্থী নয়, এমন অনেকের অন্তর্ভুক্তি আমাদের কার্যক্রমকে দুর্বল করেছে। ফলে ছাত্রদলের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আমাদের সংযোগ কমে যাচ্ছে। আমরা কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রকৃত শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে একটি ভারসাম্যপূর্ণ ও কার্যকর কমিটি গঠন করা হোক, যা ছাত্রদলকে শক্তিশালী ও গ্রহণযোগ্য করবে। আজ থেকে আমরা সবাই এই কমিটিকে সব কর্মসূচিতে অসহযোগিতা করব। এ মুহূর্তে দলের সুসংগঠিত ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা দ্রুত এই বিষয়ে কার্যকর সিদ্ধান্তের আহ্বান জানাচ্ছি।’

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান হোসাইন মিলটন বলেন, ‘যেহেতু বর্তমান কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে, তাই ছাত্রদলের ভাবমূর্তি রক্ষা ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা বজায় রাখার জন্য ভারসাম্যপূর্ণ একটি নতুন কমিটি হওয়া প্রয়োজন বলে মনে করি।’

অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে আরেক যুগ্ম আহ্বায়ক জরজীস মোহাম্মদ ইব্রাহীম বলেন, প্রায় ৯ বছর পরে জাবি ছাত্রদলের কমিটি হলেও গত কমিটি থেকেই এই কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব করা হয়েছে। ফলে সৃষ্টি হয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হারিয়েছে গ্রহণযোগ্যতা। এ ছাড়া অন্যান্য ব্যাচগুলোর যথাযথ মূল্যায়ন হয়নি। তাই এই মুহূর্তে পূর্ণাঙ্গ কমিটির প্রয়োজন হয়ে পড়েছে।

এর আগে গত ৮ জানুয়ারি ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়।