Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোয়াখালীর দুই আসনে এক প্রার্থীসহ চারজনকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোয়াখালী-২ ও নোয়াখালী-৩ আসনে জামায়াতের এক প্রার্থীসহ চারজনকে এই নোটিশ দেওয়া হয়। গত ২২ জানুয়ারি থেকে গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পর্যন্ত পৃথক ঘটনায় তাদের শোকজ করা হয়েছে বলে জানা গেছে। 

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ)
এ আসনে অনুসন্ধান কমিটির নোটিশের মুখে পড়েছেন তিনজন।

তাঁদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. বোরহান উদ্দিন। নির্বাচনী বিধিনিষেধ উপেক্ষা করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। অন্য দুইজনের একজন হলেন একই আসনে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস। অপরজন ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী বরকত উল্যা বুলুর সমর্থক ও বেগমগঞ্জের মহেশপুর এলাকার বাসিন্দা মজিবুল হকের ছেলে আব্দুর রব।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক)
এ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজ উল্যাহর (স্বতন্ত্র) সমর্থক এবং কাবিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মমিনুল্লাকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে শোকজ করা হয়েছে। নির্বাচনী অনুসন্ধান কমিটি তার কাছে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়েছে।

সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। অভিযুক্তদের নির্দিষ্ট সময়ের মধ্যে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।