আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোয়াখালীর দুই আসনে এক প্রার্থীসহ চারজনকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
নোয়াখালী-২ ও নোয়াখালী-৩ আসনে জামায়াতের এক প্রার্থীসহ চারজনকে এই নোটিশ দেওয়া হয়। গত ২২ জানুয়ারি থেকে গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পর্যন্ত পৃথক ঘটনায় তাদের শোকজ করা হয়েছে বলে জানা গেছে।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ)
এ আসনে অনুসন্ধান কমিটির নোটিশের মুখে পড়েছেন তিনজন।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক)
এ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজ উল্যাহর (স্বতন্ত্র) সমর্থক এবং কাবিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মমিনুল্লাকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে শোকজ করা হয়েছে। নির্বাচনী অনুসন্ধান কমিটি তার কাছে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়েছে।
সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। অভিযুক্তদের নির্দিষ্ট সময়ের মধ্যে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।