Image description

সামাজিক যোগাযোগমাধ্যমে মেহেরপুর জেলা বিএনপির দুইজন নেত্রীর আহত হওয়ার ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, “জামাতি সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায় আহত হন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ ও মহিলা দলনেত্রী সাবিহা সুলতানা।”

এরকম দাবি সম্বলিত পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে

এছাড়াও, তাজাখবর নামে একটি সংবাদমাধ্যমে “মেহেরপুর-১: বিএনপি প্রার্থীর প্রচারে নারী নেত্রীদের উপর জামায়াতের হামলা, আহত দুই” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, “মেহেরপুর-১ (Meherpur-1) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (Bangladesh Nationalist Party-BNP) মনোনীত প্রার্থী মাসুদ অরুনের পক্ষে প্রচারণা শেষে ফেরার পথে অতর্কিত হামলার শিকার হয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ এবং মহিলা দলের নেত্রী সাবিহা সুলতানা। এই হামলার জন্য জামাতপন্থী সন্ত্রাসীদের দায়ী করেছে বিএনপি।”

প্রতিবেদনটি দেখুন এখানে ।

তবে যাচাই করে দেখা গেছে, দাবিটি সত্য নয়। জামায়াতের হামলায় নয়, বরং নির্বাচনী প্রচারণা শেষ করে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন ওই দুই বিএনপি নেত্রী।

বিএনপি নেত্রী রোমানা আহমেদ নিজেই এক ফেসবুক পোস্টে এটি নিশ্চিত করেছেন।

 

 ‘Romana Ahmed’ নামের আইডি থেকে ২৮ জানুয়ারি বিকাল ১টা ২২ মিনিটে তিনি তার এবং সাবিহা সুলতানার আহত হওয়ার ছবি পোস্ট করে লিখেন, “গতকালকে  আমঝুপি ইউনিয়ন নোয়াখালী গ্রাম পশ্চিম পাড়াতে গিয়েছিলাম মাসুদ অরুণ ভাইয়ে ধানের শীষের পক্ষে ভোট ক্যাম্পিনে ফেরার পথে  কোলার মোড়ে এক্সিডেন্ট করি কুকুরের সাথে ধাক্কা লেগে রিক্সা উল্টে যায় এতে আমিও আমার জেলা জাতীয়তাবাদী  মহিলা দলের সহ-সভাপতি  সাবিয়া সুলতানা গুরুতর জখম  হয় আমার হাত ভেঙে  গেছে  ও শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে এবং সাবিয়ার সুলতানা দুইটা দাঁত ভেঙে গেছে ও চোখে গুরুতর  আঘাত লেগেছে আপনারা সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন।”

পোস্টটি দেখুন এখানে ।

একই ক্যাপশনে আরো দুটি পোস্ট করেন তিনি। পোস্টগুলো দেখুন এখানে এবং এখানে

এছাড়াও ২৯ জানুয়ারি রাত ১টার দিকে তিনি আরেকটি পোস্টে লিখেছেন, “গত মঙ্গলবার সন্ধ্যায় আমি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা  আহমেদ ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি সাবিয়া সুলতানা নোয়াখালী গ্রামে ভোট ক্যাম্পিনের শেষে মেহেরপুর ফেরার পথে কোলার মোড়ে আমাদের রিক্সার সাথে কুকুরের এক্সিডেন্ট হয়  আমি এবং সাবিয়া এতে গুরুতর জখম হয় এটাই আসল ঘটনা কে বা কাহারা এই সত্য ঘটনা কে মিথ্যা একটা বানোয়াট ঘটনা বানিয়ে অপপ্রচার চালাচ্ছে যে আমাদেরকে জামাতের সন্ত্রাসী বাহিনী মেরেছে আমি বলতে চাই এরকম মিথ্যা কথাগুলো বলবেন না এতে আমার দলের বিএনপি ভাবমূর্তি নষ্ট হচ্ছে।”

পোস্টটি দেখুন এখানে ।

সুতরাং, বিএনপি নেত্রীদ্বয় জামায়াতের হামলায় আহত হওয়ার দাবিটি সত্য নয়, বরং তারা দুর্ঘটনায় আহত হয়েছিলেন।