ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাক জামশেদ আলম রানা প্রাথমিক সদস্য ফরম পূরন করে বিএনপিতে যোগদান করেছেন বলে জানা গেছে। অভিযোগ উঠেছে আওয়ামীলীগ শাসনামলে মসজিদের সভাপতি পদবঞ্চিত হয়ে দীর্ঘ দিনের ক্ষুব্ধতার জেরে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।
আজ বিকাল থেকে সামাজিক মাধ্যমে তার দলবদলের খবর প্রকাশিত হলে মুহুত্বে সেটি ভাইরাল হয়।
জানা গেছে,জামসেদ আলম রানার বাড়ি উপজেলার চরদরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামে। তাদের পুরো পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত। এলাকায় শিক্ষিত ভদ্র ও এলিট পরিবার হিসেবে তাদের যথেষ্ট প্রভাব ও সুনাম রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জার্মানিতে বসবাস করছেন এবং জামান শাখা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদকের পদেও রয়েছেন।
দলবদলের বিষয়ে প্রতিবেশী ও পারিবারিক সুত্রে জানা গেছে, গত ২৪ সালের মাঝামাঝিতে এলাকার নতন বাজার জামে মসজিদের সভাপতি পদ পেতে তিনি আগ্রহ প্রকাশ করেন। এনিয়ে স্থানীয় আওয়ামীলীগ ও একাধিক এলাকাবাসীর সাথে তার মনোমালন্য তৈরী হয়। পরে পদবঞ্চিত হয়ে সেই মনোমালন্য ক্ষুব্ধতায় রুপ নিলে ধীরে ধীরে দলের কাযক্রম থেকে নিজেকে সরিয়ে নেয়।
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরে বিএনপিতে যোগদানের চেষ্টা করেও ব্যর্থ হয়। যে মসজিদের পদ নিয়ে নিয়ে স্থানীয় আওয়ামী লীগের সাথে দ্বন্ধ তৈরী হয় সেই মসজিদের উপদেষ্টা পদে মনোনীত হয়ে ফের তিনি জার্মানিতে ফিরে যান। সম্প্রতি দেশে ফিরে চেষ্টা ও তবদিরের পর সদস্য ফরম পূরণ করে বিএনপিতে যোগদান করতে সক্ষম হয়।
্এ বিষয়ে জামশেদ আলম রারার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি দলবদলের বিষয়টি অস্বীকার করেন। পরে ফোন করে দলবদলের সত্যতা স্বীকার করে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের একতরফা নির্বাচন, বিরোধীদল-মতের দমন সহ রাষ্ট্র পরিচালনায় স্বৈরাচারী আচরণের কারনে তিনি সংক্ষুব্দ হয়ে আওয়ামীলীগের সকল পদ পদবী থেকে সরে আসি। দেশে ফিরে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ভাইকে অবগত করে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে বিএনপিতে যোগদান করি।
মসজিদের সভাপতির পদবঞ্চিত হয়ে দলবদলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অস্বীকার করেন। তবে মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধ ও আওয়ামীলীগ সরকারের পতনের পর উপদেষ্টা পদ পাওয়ার সত্যতা স্বীকার করেছেন।
সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন ভাবলু বলেন,ফেসবুকে দেখেছি তবে দলে যোগদানের বিষয়ে আমার জানা নেই।
জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, তার যোগদানের বিষয়ে সোনাগাজী বিএনপি বলতে পারবে। তবে তাকে ব্যাক্তিগতভাবে আমি ছিনি।