Image description
 

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া মিসবাহ নামে তিন বছর বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। উদ্ধারের পর তাকে নেওয় হচ্ছে হাসপাতলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি অসাবধানতাবশত খোলা নলকূপের গর্তে পড়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছেন।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেছে।