Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফেরানোর আবেদনের পরবর্তী শুনানি আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি)।

আজ সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, রুহুল কুদ্দুস কাজল, মোস্তাফিজুর রহমান খান ও সাইফুল্লাহ আল মামুন। হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ এহসান আবদুল্লাহ সিদ্দিকী, মোহাম্মদ হোসাইন লিপু, জহিরুল ইসলাম মুসা, মুজাহিদুল ইসলাম শাহীন।

 

সাইফুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, আবেদনটি শুনানির কথা ছিল। আদালত বলেছেন, হাইকোর্ট কি আদেশ দিয়েছে তা দেখতে চান। তখন আমরা বললাম, হাইকোর্টের আদেশ এখনো স্বাক্ষর হয়নি। তখন আপিল বিভাগ শুনানি ২৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন।

এর মধ্যে হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ পেয়ে যাব। পেলে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভটু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হবে।

 

কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। প্রাথমিকভাবে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

কিন্তু তাঁর হলফনামায় ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন, এমন অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন হাসনাত আব্দুল্লাহ। গত ১৭ জানুয়ারি ইসি হাসনাত আব্দুল্লাহর আপিল মঞ্জুর করে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৯ জানুয়ারি হাইকোর্টে রিট করেন বিএনপির মনোনীত এই প্রার্থী। 

 

প্রাথমিক শুনানির পর ২১ জানুয়ারি রিটটি সরাসরি খারিজ করে দেন উচ্চ আদালত। ফলে ইসির সিদ্ধান্তই বহাল থাকে।

এই খারিজ আদেশের বিরুদ্ধে ২২ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। পরে তা সম্পূরক কার্য তালিকায় শুনানির জন্য রাখা হয়। সেদিন চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আজ শুনানির জন্য রাখেন। সেই ধারাবাহিকতায় আজ প্রধান বিচারপতির আপিল বেঞ্চে শুনানির জন্য উঠে আবেদনটি।