ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফেরানোর আবেদনের পরবর্তী শুনানি আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি)।
আজ সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, রুহুল কুদ্দুস কাজল, মোস্তাফিজুর রহমান খান ও সাইফুল্লাহ আল মামুন। হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ এহসান আবদুল্লাহ সিদ্দিকী, মোহাম্মদ হোসাইন লিপু, জহিরুল ইসলাম মুসা, মুজাহিদুল ইসলাম শাহীন।
সাইফুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, আবেদনটি শুনানির কথা ছিল। আদালত বলেছেন, হাইকোর্ট কি আদেশ দিয়েছে তা দেখতে চান। তখন আমরা বললাম, হাইকোর্টের আদেশ এখনো স্বাক্ষর হয়নি। তখন আপিল বিভাগ শুনানি ২৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন।
কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। প্রাথমিকভাবে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
প্রাথমিক শুনানির পর ২১ জানুয়ারি রিটটি সরাসরি খারিজ করে দেন উচ্চ আদালত। ফলে ইসির সিদ্ধান্তই বহাল থাকে।