Image description
 

মেহেরপুরে জামায়াতের নির্বাচনী জনসভায় আসার পথে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই জামায়াত কর্মীসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার বেলা ১১টার দিকে শহরের হোটেল বাজার মোড়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মাইক্রোবাসের চালক মোনাখালী গ্রামের সোহেল রানার ছেলে ইজারুল হক, জামায়াত কর্মী কামদেবপুর গ্রামের সাবদার আলীর ছেলে সাহারুল ইসলাম এবং খোকসা গ্রামের রবিউল ইসলামের ছেলে সেলিম রেজা। এ সময় ঢাকা মেট্রো-চ ১৯-৪১৪৬ নম্বরের মাইক্রোবাসটি জব্দ করা হয়।

জব্দকৃত সরঞ্চামের মধ্যে রয়েছে তিনটি ফোল্ডেবল স্টিক, একটি ইলেকট্রিক শকার, চারটি ওয়াকিটকি, একটি ম্যাকাইভার যন্ত্র, একটি প্লাস, একটি ক্যামেরা ও চার্জার।

জানা যায়, মেহেরপুরে জামায়াতের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে শহরের হোটেল বাজার মোড়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল সেনাবাহিনীর একটি দল। এ সময় ঢাকা মেট্রো-চ ১৯-৪১৪৬ নম্বরের মাইক্রোবাসটি হোটেল বাজার মোড়ে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাসের ভেতর থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।

পরবর্তীতে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃতদের পুলিশ হেফাজতে নেয়া হয় এবং উদ্ধারকৃত মালামালসহ মাইক্রোবাসটি জব্দ করে।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ন কবির বলেন, দেশীয় অস্ত্র সন্দেহে উদ্ধার হওয়া সরঞ্জামগুলো পরীক্ষা করা হয়েছে। সেগুলো দেশীয় অস্ত্রের মধ্যে পড়েনা। তাই আটককৃতদের মামলা দায়ের করা হয়নি। তবে ওয়াকি টকি গুলো বৈধ কাগজপত্র দেখালে তাদের জিম্মায় ফেরত দেওয়া হবে। আর কাগজ না থাকলে আদালতে জমা দেওয়া হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষনিউজ