Image description
 

প্রচার-প্রচারণার অংশ হিসেবে সোমবার (২৬ জানুয়ারি) সকালে কমলনগর উপজেলার ফজুমিয়ারহাট বাজারে যান আশরাফ উদ্দিন নিজান। এ সময় অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মাওলানা খালেদ সাইফুল্লাহ গাড়িযোগে তার সামনে দিয়ে যাচ্ছিলেন।

 

পরে তাকে সম্মান জানিয়ে দৌড়ে গিয়ে খালেদ সাইফুল্লাহর সঙ্গে হ্যান্ডসেক ও কোলাকুলি করে দোয়া কামনা করেন।

এ সংক্রান্ত একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে ভোটার ও সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়ে।

এর আগেও বিভিন্ন সময়ে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সুন্দর রামগতি-কমলনগর গড়তে চান বলে বক্তব্য দিয়ে প্রশংসিত হন আশরাফ উদ্দিন নিজান।