Image description

যশোরে কারাবন্দি ছাত্রলীগকর্মীকে প্যারোলে মুক্তি না দেওয়ায় তার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক। 

তিনি বলেন, ‘আমরা আর কোনো অমানবিক রাষ্ট্র দেখতে চাই না। গড়তে চাই মানবিক বাংলাদেশ।’

রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

 

আমিনুল হক বলেন, “এমন ঘটনার পুনরাবৃত্তি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে মানুষের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানাই। একই সঙ্গে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি আমাদের থাকবে।”

গণসংযোগে আমিনুল হক, ৫ নম্বর ওয়ার্ডের মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান।

নির্বাচিত হলে উচ্ছেদ আতঙ্ক দূর করে স্থায়ী আবাসন, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজব্যবস্থা এবং বিনা মূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারও করেন।