Image description
 

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি দুই পবিত্র মসজিদের জ্যেষ্ঠ ইমামদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হারামাইন শরিফাইনের ধর্মবিষয়ক কার্যক্রমের প্রধান শায়খ প্রফেসর ড. আবদুর রহমান আস-সুদাইস।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ইনসাইড দ্য হারামাইনের বরাতে দ্য ইসলামিক ইনফরমেশন এ তথ্য জানিয়েছে।

বৈঠকে রমজান মাসে মুসল্লিদের সেবা কার্যক্রম পরিচালনার বিস্তারিত পরিকল্পনা পর্যালোচনা ও চূড়ান্ত করা হয়। পাশাপাশি হারামাইনের বৈশ্বিক ধর্মীয় বার্তা আরও বিস্তৃত ও কার্যকরভাবে পৌঁছে দিতে একটি নতুন কৌশলগত রূপরেখা গ্রহণ করা হয়।

 

প্রতিবেদনে জানানো হয়, চূড়ান্ত পরিকল্পনায় মুসল্লিদের ইবাদত ও অবস্থানকে আরও অর্থবহ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিভিন্ন সেবামূলক উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে নিয়মিত দ্বীনি ও জ্ঞানভিত্তিক পাঠচক্র আয়োজন, ধর্মীয় প্রশ্নের উত্তর দিতে বিশেষ কর্মসূচি জোরদার এবং বিভিন্ন ভাষায় নির্ভরযোগ্য ও প্রামাণিক কনটেন্ট সরবরাহের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

 
 

এ ছাড়া রমজানের পূর্বে ও চলাকালে পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে ইমাম ও ধর্মীয় কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে কোরআন শিক্ষার পাঠচক্র এবং খুতবা ও বক্তৃতার দক্ষতা বাড়াতে ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

 

এদিকে, সমন্বয়মূলক আরেক বৈঠকে মক্কা অঞ্চলের উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজকে এসব প্রস্তুতি ও পরিকল্পনার বিষয়ে অবহিত করেন শায়খ আস-সুদাইস ও মসজিদুল হারামের একদল ইমাম।

সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এসব উদ্যোগের ফলে আসন্ন রমজানে হারামাইন শরিফাইনে আসা মুসল্লিরা আরও সুশৃঙ্খল ও সুন্দরভাবে ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভ করবেন।