বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট আবুল আলা মুহাম্মদ রহমতুল বারীর নামে রাস্তার নামকরণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিনিয়র সহকারী সচিব শরন কুমার বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- বগুড়া সড়ক বিভাগাধীন বগুড়া-নওগাঁ-মহাদেবপুর-পত্নীতলা-ধামুরহাট-জয়পুরহাট আঞ্চলিক (আর-৫৪৫) মহাসড়কের বগুড়া শহরের চারমাথা বাস টার্মিনাল হতে বগুড়া বিমানবন্দর পর্যন্ত (চেইনেজ ০২+০০০ হতে চেইনেজ ০৬-০০০) ৪ (চার) কিলোমিটার সড়কাংশের নাম ‘শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট আবুল আলা মুহাম্মদ রহমতুল বারী সড়ক’ নামে নামকরণ করা হলো।
রহমতুল বারী ১৯৬৯ সালের ৮ আগস্ট বগুড়া জেলার ধুনট উপজেলার ঝিনাই গ্রামে জন্মগ্রহণ করেন। ৩ জুলাই ১৯৯১ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করে অত্যন্ত সাফল্যের সহিত PT-6, Fouga এবং FT-6/F-6 বিমানে সর্বমোট ১,০২৮ ঘণ্টা উড্ডয়ন সম্পন্ন করেন।
বাংলাদেশ বিমানবাহিনীর এই গর্বিত সদস্য তার কর্মজীবনে দায়িত্বশীলতা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার উজ্জ্বল উদাহরণ স্থাপন করেন। যার বীরত্বে গাথা ছিল দেশপ্রেমের গল্প, আর জীবনের ইতি ঘটে F-6 যুদ্ধবিমানের একটি মর্মান্তিক দুর্ঘটনায়।
উল্লেখ্য যে, শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট আবুল আলা মুহাম্মদ রহমতুল বারী ২০ আগস্ট ১৯৯৬ সকাল ৭টা ১৫ মিনিটে বিমানবাহিনী অফিসার্স মেস, চট্টগ্রাম থেকে অফিসের উদ্দেশে রওনা হয়ে সাড়ে ৭টায় দৈনিক এটিসি/মেট ব্রিফিংয়ে যোগদান করেন। তিনি যথাযথ ফ্লাইং প্রস্তুতি সম্পন্ন করতে সকাল ১০টা ২৬ মিনিটে F-6 ফাইটার প্লেন নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করেন; কিন্তু তিনি চট্টগ্রামের কুমিরাসংলগ্ন এলাকা হতে বঙ্গোপসাগরে বিমানসহ দুর্ঘটনায় পতিত হয়ে পথিমধ্যে শাহাদত বরণ করেন। এই বিমানবাহিনীর অকুতোভয় বীর পাইলটকে জাতি সশস্ত্র চিত্তে স্মরণ করে।