Image description

জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন বলেছেন, ১৭ বছর পরে লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে। তিনি আমাদের মুসলমানদের কুফরি আখ্যা দিচ্ছেন। তিনি বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ চাই। যে রাজনীতিবিদরা ভারতের আশীর্বাদ নিয়ে দেশ শাসন করতে চায়, এমন শাসন আমরা চাই না, আমরা নতুন বাংলাদেশ চাই।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি। মঞ্চে জামায়াতের আমিরসহ জোটের নেতারাসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে আজানের ধ্বনিতে আমাদের প্রতিটি কাজ পরিচালিত হবে। পুরানো ধাঁচের রাজনীতি যদি চলতে থাকে তাহলে এত লোকের জীবন দান অর্থহীন হয়ে যাবে।

তিনি বলেন, আজকের রাজনীতি, সন্ত্রাস আর চাঁদাবাজ একই অর্থ হয়ে দাঁড়িয়েছে। কিছুসংখ্যক লোক তাদের দলের নেতাকর্মীদের কাজ হলো শহরে গ্রামে চাঁদাবাজি করা। ওপরে তাদের খোলসটা রাজনৈতিক আর ভেতরে তারা বহু জায়গায় চাঁদাবাজি করে বেড়াচ্ছে। চাঁদাবাজির কারণে আজকে মানুষের জীবন ওষ্ঠাগত। কাজেই চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা।

মিলন বলেন, আজকের বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা দেখতে পাচ্ছি নারী কর্মীদের ওপরে হামলা করা হচ্ছে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। এটার জন্য তো শারীরিকভাবে লাঞ্ছিত করার অধিকার নেই। এটা দেখার জন্য তো প্রত্যেকটা আসনে একজন করে ম্যাজিস্ট্রেট রয়েছে। তাদের কাছে যেতে পারেন। আজকে ক্ষমতায় যাওয়ার আগেই যারা নারীদের বোরকা ধরে টানাটানি করে, আমাদের ভাইদের যারা অত্যাচার, আহত করে তারা ক্ষমতায় গেলে নারীদের কি অবস্থা করবে সেটা ভালো করেই দেশবাসী বুঝতেছে।

সিলেট সফরে যাওয়া বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দেওয়া বক্তব্যের জের ধরে সমালোচনা করেন ছাত্র শিবিরের সাবেক এ কেন্দ্রীয় সভাপতি। তিনি বলেন, একটি বৃহৎ দলের প্রধানের বক্তব্যের বিষয়বস্তু শুধু জামায়াতে ইসলামী। আমি সিলেটের বক্তব্যের নিউজ পড়লাম। জামায়াতে ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। জনসভা থেকে আহ্বান জানাচ্ছি তাকে, মেহেরবানি করে এমন একটি উদাহরণ আমাদের সামনে পেশ করেন। রাসূল (সা.) বলেছেন, কোনো মানুষ শুধু তার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কাজেই জান্নাত নিয়ে ঠাট্টা-মশকরা করা ঠিক নয়।

মিলন বলেন, তিনি (তারেক রহমান) ফতোয়া দিয়েছেন, জামায়াতে ইসলামীর লোকেরা নাকি কুফরি করছেন। ১৭ বছর পরে লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে। তিনি আমাদের মুসলমানদের কুফরি আখ্যা দিচ্ছেন। আমরা একটি নতুন বাংলাদেশ চাই।

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন মিলন বলেন, যে রাজনীতিবিদরা ভারতের আশীর্বাদ নিয়ে দেশ শাসন করতে চায়, এমন শাসন আমরা চাই না, যে দেশে হাদীকে হত্যা করা হয়, সেই বাংলাদেশ আমরা চাই না, আমরা নতুন বাংলাদেশ চাই। যে বাংলাদেশে তরুণরা যুবকেরা, যুবতীরা মাথা উঁচু করে দাঁড়াবে।

তিনি বলেন, আপনারা(বিএনপি) নির্বাচনকে ভয় পান। ভয় পাওয়ার কারণেই আপনারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছেন। কাজেই আসুন সকলে মিলে নতুন, স্বাধীন, সার্বভৌম, চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ।