সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে একই মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানানোকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সহকারি রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের শেষের দিকে এ ঘটনা ঘটে।
এ সময় সেখানে উপস্থিত থাকা উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা সুমি বারবার হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিলটন প্রামাণিক বলেন, প্রশাসন ও প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে বক্তব্য দেওয়ার সময় মঞ্চের একপাশে বসে থাকা কিছু লোকজন উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন। এ পরিস্থিতি চলতে থাকলে দেশে কোনো ভোট হবে না। এ সময় ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, আমাদের দলের চেয়ারম্যান ‘না’ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।