Image description

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে দলীয় সিদ্ধান্ত না মানায় বিদ্রোহী প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিমকে বহিষ্কারের পর এবার সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপির কমিটি স্থগিত করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে। তবে এতে কমিটি স্থগিতের কারণ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কমিটি স্থগিত থাকবে।

এর আগে গতকাল বুধবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জেলার তিন আসনের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করে দলটি। এর মধ্যে সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মো. রেজাউল করিমও রয়েছেন। বহিষ্কৃত অপর দুজন হলেন— নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিদ্রোহী প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মাদ দুলাল হোসেন ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিদ্রোহী প্রার্থী ও সাবেক এমপি মো. আতাউর রহমান খান আঙ্গুর।

এর আগে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে নির্দেশনা দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে। নির্বাচন থেকে সরে না দাঁড়ানোয় তাদের দল থেকে বহিষ্কার করা হয়।