Image description

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষার্থীরা অধিদপ্তরের এই www.dpe.gov.bd থেকে ফল সংগ্রহ করতে পারছেন।

পরীক্ষায় সফল প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানা যাবে।