Image description

পিরোজপুর -২ (ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা মাহমুদ হোসেন।

অপরদিকে, একই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন আপন ছোট ভাই জাতীয় পার্টি জেপি ভান্ডারিয়া উপজেলা শাখার কার্যনির্বাহী সভাপতি ও জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মো. মাহিবুল হোসেন। 
এ আসনে দুই সহোদর ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে লড়ছেন। 

উল্লেখ্য, পিরোজপুর-২ আসনে ভান্ডারিয়ার সম্ভ্রান্ত মিয়া পরিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ( জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হাসেন মঞ্জু নির্বাচন থেকে সরে দাঁড়ালে তার আপন দুই চাচাতো ভাই বিএনপি  থেকে মনোনয়ন বঞ্চিত মাহামুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবং তারই আপন ছোট ভাই মো. মাহিবুল হোসেন জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী হয়ে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে দুই সহোদর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ায় এলাকায় তুমুল আলোচনা চলছে।