আসন্ন আইসিসি টিটোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া জটিলতার মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে, তারা ভারতে গিয়ে কোনো ম্যাচ খেলবে না। আয়ারল্যান্ডের গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে এ বিষয়ে তারা আইসিসির কাছ থেকে স্পষ্ট আশ্বাস পেয়েছে।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে ক্রিকেট আয়ারল্যান্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আমরা আইসিসির কাছ থেকে পরিষ্কারভাবে নিশ্চিত হয়েছি যে নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আসছে না। গ্রুপ পর্বের ম্যাচগুলো আমরা শ্রীলঙ্কাতেই খেলবো।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ২০ দলের অংশগ্রহণে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং পর্দা নামবে ৮ মার্চ। আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘সি’ তে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।
আইসিসির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’ এর ম্যাচগুলো হওয়ার কথা শ্রীলঙ্কায়। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পক্ষ থেকে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব আসায় পুরো টুর্নামেন্টের সূচি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।
অন্যদিকে, বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’ তে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো আয়োজনের কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।
বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলতে অনিচ্ছুক বাংলাদেশ। এই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেয়, যাতে বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচ খেলতে পারে।
এই ইস্যুতে কয়েক দফা ভার্চুয়াল বৈঠকের পর গত শনিবার ঢাকায় সরাসরি আলোচনায় বসে বিসিবি ও আইসিসি। আইসিসির প্রতিনিধি দলে ছিলেন অ্যান্ড্রু এফগ্রেভ।
বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মো. আমিনুল ইসলাম, সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। এছাড়া ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে বিসিবি জানায়, বিষয়টি নিয়ে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে সবাই একমত হয়েছে। তবে গ্রুপ বদলের প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড কাউকেই সন্তুষ্ট করতে পারেনি।
সবশেষ অবস্থায় আয়ারল্যান্ড তাদের সিদ্ধান্তে অনড়। তারা স্পষ্ট করে দিয়েছে, কোনো অবস্থাতেই ভারতে গিয়ে ম্যাচ খেলবে না এবং আইসিসির কাছ থেকে পাওয়া আশ্বাস অনুযায়ী শ্রীলঙ্কাতেই গ্রুপ পর্ব শেষ করবে।
ফলে বাংলাদেশের প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। আইসিসি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, সেটির দিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব ক্রিকেট।