Image description

চলমান বিপিএলে প্রথমবারের মতো নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। তবে প্রথম আসরেই ব্যর্থতার ছাপ রেখে দিলো তারা। প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল দলটি। আজ শুক্রবারের ম্যাচেও ‘ভুতূড়ে’ ব্যাটিং লাইনআপ নিয়ে খেলেছে নোয়াখালী। 

এদিন জাকের আলী অনিক খেলেছেন তিন নম্বর পজিশনে। এছাড়া মুনিম শাহরিয়ারকে ছয়ে এবং সাতে খেলানো হয়েছে সাব্বির হোসেনকে। অন্যদিকে পাঁচ নম্বরে নামেন ওপেনার হাবিবুর রহমান সোহান। এমন সিদ্ধান্তের ব্যাখ্যা ম্যাচ শেষে দিয়েছেন নোয়াখালী অধিনায়ক হায়দার আলী।

সংবাদ সম্মেলনে হায়দার বলেছেন, ‘দেখুন যেটা হয়েছে মেনে নিতে হবে। অধিনায়ক তো চাইলে কাউকে রান করতে বলতে পারবে না। যখন দল ম্যাচ হারবে তখন দলের কম্বিনেশন নিয়ে যে কেউ দ্বিধায় পড়ে যেতে পারে। জাকের উপরে ছিল, মুনিমও খেলেছে। আমাদের এই কৌশলই ছিল। আমরা চেয়েছি এভাবে দলকে চালাতে। সবাই পুরো এফোর্ট দিতে চেয়েছে।’

 

হায়দার আরও বলেন, ‘বিপিএলে পিচ ভালো হলে আপনি চাইবেন অলরাউন্ডার বেশি খেলাতে। সাব্বির ব্যাটিংয়ের সাথে ভালো বোলিং করতে পারে। ভালো স্লোয়ার দিতে পারে। ব্যাটিংটাও দারুণ। সেজন্য তাকে খেলিয়েছি। মুনিমকে দল নির্বাচন করতে গিয়ে দলে জায়গা দিয়েছি।’