Image description

দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস, ম্যাডাম খালেদা জিয়া যদি ৭ নভেম্বর না যেতেন, তাহলে আরও কিছুদিন সুস্থ থাকতেন। তরুণ সমাজকে অনুরোধ করব, আপনারা জীবনের প্রথম ভোট দেওয়ার আগে এই অনুষ্ঠানের বক্তব্যগুলো অনুধাবন করবেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্মরণে শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোকসভায় এসব কথা বলেন তিনি।

শফিক রেহমান বলেন, আমরা এখানে সমাবেত হয়েছি অত্যন্ত সংকটময় মুহূর্তে। এখানে একটা গুলিতে যদি কারেও কিছু হয়, তাহলে ১২ তারিখের নির্বাচন হয়তো পেছাতে হতে পারে। আমরা চাই ১২ ফেব্রুয়ারি নির্বাচন যেন হয়। ডক্টর ইউনূস গ্যারান্টি দিচ্ছেন এবারের নির্বাচন হবে অত্যন্ত আনন্দময়। এই প্রত্যাশা বাস্তবায়নে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

 

প্রথিতযশা এই সাংবাদিক বলেন, ভোটের দিন পুলিশ বাহিনী ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভোটকেন্দ্রগুলো সত্যিকার অর্থেই উৎসবমুখর হয়ে উঠবে। মানুষ যেন সপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটিই হওয়া উচিত সবার লক্ষ্য। যিনি ভোট চাইতে আসবেন, তাকে আপনারা জিজ্ঞেস করবেন, চাল-ডাল, চিনির দাম ঠিক থাকবে তো। তাদের জিজ্ঞেস করবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে তো। ব্যাংকে যারা আমানত রাখছেন আমানত ঠিক থাকবে তো।

 

তিনি আরও বলেন, আজকের এই শোকসভাকে অর্থবহ করতে হলে শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। কোনো বিচ্ছিন্ন ঘটনা বা সহিংসতার মাধ্যমে যেন পুরো জাতির নির্বাচন নিয়ে আশা নষ্ট না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন বানচালের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে শফিক রেহমান মার্কিন প্রেসিডেন্টকে দাওয়াত করে আরও বলেন, এখন ডোনাল্ড ট্রাম্পের যুগ চলছে। মিস্টার ট্রাম্প আপনি বাংলাদেশে আসেন, আপনাকে দাওয়াত করছি।