Image description
 

রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। প্রাথমিকভাবে রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। গ্যাস সংযোগ বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উত্তরা পশ্চিম থানার কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ। তিনি বলেন, “রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি। গ্যাস লিকেজ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট, এর যেকোনো একটি কারণ হতে পারে। ফায়ার সার্ভিসের তদন্ত শেষ হলে আগুনের সঠিক কারণ জানা যাবে।”

ওসি জানান, নিহত ছয়জনের মধ্যে তিনজন একই পরিবারের এবং বাকি তিনজন আরেক পরিবারের সদস্য। নিহতরা হলেন, ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭)। অন্য পরিবারের নিহতরা হলেন আফসানা, রোদেলা আক্তার (১৪), আড়াই বছর বয়সী শিশু রিসান ও রাফসানা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ সেক্টরের ১১ নম্বর সড়কের একটি বাসায় আগুন লাগার ঘটনা ঘটে। সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিস ১৩ জনকে জীবিত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠায় বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।


শীর্ষনিউজ