ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুজন কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বিজয়নগর উপজেলার শেখ হাসিনা সড়কের ভাঙা ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—হাফেজ মোহাম্মদ সারোয়ার আলম (২৩) ও মো. ইব্রাহিম খলিল (২২)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, ঘটনার দিন ওই দুই কনস্টেবল একটি মাদক মামলার এজাহার বিজয়নগর থানায় নথিভুক্ত করে ফেরার পথে ডাকাতদলের কবলে পড়েন। এ সময় ডাকাতরা তাদের ওপর হামলা চালিয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
বিজয়নগর থানার ওসি একে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান বলেন, আহত দুই কনস্টেবল বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাত দল তাদের কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে।