ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মামলার আসামি গ্রেপ্তারে বাধা দেওয়ার ঘটনায় বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ তোলা হয়।
বহিষ্কৃত খোরশেদ আলম জমিদার তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা দক্ষিণ কেরানীগঞ্জ থানার ৬ নম্বর মামলার ৩০৩ নম্বর আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদকে গ্রেপ্তার করতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় খোরশেদ আলম জমিদার ডিবি পুলিশের কাজে প্রকাশ্যে বাধা দেন। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাৎক্ষণিকভাবে সাংগঠনিক পদক্ষেপ নেয় বিএনপি।
এ বিষয়ে নিপুণ রায় চৌধুরী কালবেলাকে বলেন, ১৭ বছর দীর্ঘ সংগ্রাম করে ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছি। আমাদের নেতাকর্মীরাও জেল-জুলুম নির্যাতন সহ্য করেছে। খোরশেদ আলম জমিদারও জেল-জুলুম খেটেছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে কোনো ছাড় নয়।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার কারণে দলীয় সকল পদ হতে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদারকে বহিষ্কার করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির প্যাডে এই বহিষ্কার আদেশের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়েছে।