বিপিএল ঢাকা পর্বের খেলা শুরু হওয়ার কথা ছিল গতকাল ১৫ জানুয়ারি। কিন্তু বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের ঘটনায় ক্রিকেটারদের আলটিমেটামের কারণে ১৫ জানুয়ারির দুটি ম্যাচ মাঠে গড়ায়নি।
দর্শকরা মাঠে খেলা দেখতে এসেও হতাশ হয়ে ফিরে গেছেন বাড়ি। তাদের জন্য সুখবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ১৫ জানুয়ারির খেলা দেখতে যারা টিকিট কেটেছিলেন, তাদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে। ১৬ জানুয়ারি দিবাগত রাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৫ জানুয়ারির ম্যাচ ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির ম্যাচ ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচ ১৮ জানুয়ারি মাঠে গড়াবে। ১৬ জানুয়ারির ম্যাচের জন্য যারা টিকিট কেটে রেখেছিলেন, তারা ঐ টিকিটে ১৬ জানুয়ারিই ম্যাচ উপভোগ করতে পারবেন। এছাড়া ১৭ ও ১৮ জানুয়ারির জন্য পৃথকভাবে টিকিট কিনতে হবে। আর ১৫ জানুয়ারির টিকিট কাটা দর্শকরা ফেরত পাবেন টাকা।
প্রসঙ্গত, টিকিটের টাকা ফেরত নিতে www.gobcbticket.com.bd/en অথবা +880 9606-501231 নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।