Image description

জামায়াতে ইসলামীর সঙ্গে ৪০ বছরের রাজনৈতিক সম্পর্ক শেষ করে বিএনপিতে যোগ দিয়েছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিন। বেগম খালেদা জিয়ার স্মরণে মহেশখালী পৌর কৃষক দল আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে মাওলানা জহির উদ্দিনের একটি বক্তব্য বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

বক্তব্যে সদ্য সাবেক এই জামায়াত নেতা বলেন, আমি ৪০ বছর জামায়াতে ইসলামীর সাথে ছিলাম, তারা অর্ধেক মুসলমান আর অর্ধেক মুনাফেক। তাদের মুখে এক কথা অন্তরে এক কথা, এরা (বিএনপি) যেটা বলে স্পষ্ট বলে ফেলে, সত্য হোক বা মিথ্যা হোক।

তিনি বলেন, ১৯৭৮-৭৯ সাল থেকে আমি নিস্বার্থভাবে জামায়াতের সাথে জড়িত। ৩৫-৪০ বছর শ্রম-ঘাম দিয়েছি, টাকা দিয়েছি, ভোটও দিয়েছি সেখানে (জামায়াত), কিছু নেই। অথচ আমি তাদের থেকে কোনো স্বার্থ উদ্ধার করিনি, কোনো ক্ষমতা ব্যবহার করিনি।

 

বিএনপিতে যোগদান প্রসঙ্গে মাওলানা জহির উদ্দিন বলেন, জামায়াতের চেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক ভালো, সেটি বুঝতে পেরে আমি এই দলে এসেছি।'

জানা গেছে, গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে মহেশখালী পৌর বিএনপি কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। 

 

স্থানীয় কৃষকদল নেতা আবু তাহের বলেন, তিনি (জহির উদ্দিন) মহেশখালীর প্রবীণ মুরব্বি এবং সাবেক জনপ্রতিনিধি। তিনি ইচ্ছা প্রকাশ করায় আমরা তাকে বিএনপিতে স্বাগত জানিয়েছি।

এর আগে গত ৭ জানুয়ারি স্থানীয় একটি অনুষ্ঠানে কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জহির উদ্দিন। 

ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন জহির উদ্দিন। পরে তিনি জামায়াতের নেতা হিসেবে এলাকায় পরিচিত পান।  জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে ২০১৪ সালে ও ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।