Image description
 

খুলনায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে নাজমুল হাসান নামে এক রেস্টুরেন্ট ম্যানেজারকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশ তাকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। এর আগে পূর্ব বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাতে নগরীর সোনাডাঙ্গা গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশের রেস্টুরেন্ট ‘গুহা’ থেকে নজমুলকে হাসানকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

 

নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, অপরহণকারীরা রেস্টুরেন্টের ম্যানেজার নজমুল হাসানের পূর্ব পরিচিত। অপহরণকারী সৌরভ এক সময় সোনাডাঙ্গায় গুহা নামের রেস্টুরেন্টে চাকরি করতেন। একটি ল্যাপটপ ও কিছু টাকার বিষয় নিয়ে তিনি চাকরিচ্যুত হন। এ ঘটনার জের ধরে সৌরভ গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কিছু লোক দিয়ে নাজমুল হাসানকে অপহরণ করে প্রথমে বটিয়াঘাটা ও পরে পাইকগাছায় দিকে নিয়ে যায়। এরপর এক নারীকে দিয়ে নাজমুলের বাড়িতে মুক্তিপণ দাবি করে। পরে বিকাশের মাধ্যমে ঐ নারীকে ১০ হাজার টাকা প্রদান করা হয়। এই বিকাশের সূত্র ধরে তাদের লোকেশন ট্র্রাকিং করাসহ ছিনতাইকারী চক্রের সঙ্গে যোগাযোগ করতে থাকি। পুলিশের তৎপরতার কারণে অপহরণকারীরা তাকে ডুমুরিয়ার একটি স্থানে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে নাজমুলকে উদ্ধার করে এবং পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মাদ তাজুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর আমরা এবং ডিবি পুলিশের একটি টিম কাজ শুরু করে দেই। অপহরণকারীরা তার পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা নিলেও সেটি পরবর্তীতে ফিরিয়ে দেয়।

 

তিনি বলেন, নাজমুলকে অপহরণ করে নিয়ে পাইকগাছা-কয়রার বিভিন্নস্থানে রেখে দেয়। পুলিশের তৎপরতায় অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় অপহৃত নাজমুলের ছোটভাই শাকিল হাসান বাদী হয়ে সৌরভ ও আবিরের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৫-৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। অপহরণকারীদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে।