Image description

ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী শরিফুল ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট পর্যালোচনা ও ইনকিলাব মঞ্চের পরবর্তী কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শহিদ ওসমান হাদির গড়ে তোলা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। সংগঠনটির মূল লক্ষ্য আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ করা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির খোলা বারান্দায় জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সমমনা কিছু তরুণকে নিয়ে ওসমান হাদি ইনকিলাব মঞ্চ গড়ে তোলেন। সংগঠনটির মুখপাত্র ছিলেন হাদি।