Image description

নারায়নগঞ্জ-৪ আসনের এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের গণসংযোগের সময় সন্দেহজনক এক যুবককে আটক করে এনসিপির সদস্যরা। পরে ওই যুবকের কাছে থেকে চাপাতি উদ্ধার করা হয়। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী ও দলটির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা হয়।
এ সময় ধস্তাধস্তিতে এনসিপির অন্তত দুইজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রার্থী আল আমিন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান।

আল-আমিন মোবাইল ফোনে বলেন, তিনি গণভোট নিয়ে গণসংযোগ করছিলেন। এ সময় ৪০ থেকে ৫০ জন কর্মী নিয়ে হেঁটে হেঁটে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করছিলেন তিনি। এক পর্যায়ে এক তরুণ তাদের অনুসরণ করছিলেন। সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করে পোশাকের ভেতর একটি চাপাতি পাওয়া যায়।“ওই ছেলের কাছে চাপাতি নিয়ে অনুসরণের কারণ জানতে চাইলে বলেন, ‘এক লোক নাকি তাকে অস্ত্র নিয়ে অনুসরণ করতে বলেছে’।