বাহরাইনের একটি বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের যে ভিডিও নিয়ে আলোচনা হচ্ছে, সেটি ‘আনন্দ ধরে রাখতে’ করা হয়েছে বলে মনে করছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
তবে এ ধরনের ভিডিও করা ‘উচিত হয়নি’ মন্তব্য করে বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, “ছাত্রজীবনে হোস্টেলে যেমন একটা জায়গায় চিঠিপত্র রেখে যেত, একটা টেবিলের উপরে, সেখান থেকে নিজেরা নিজেরা নিয়ে নিত।
“সেরকম একটা বাক্সে ১৬০টা ব্যালট দিয়ে গেছে। ওই বাক্সটা যখন বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা এসে খুলেছেন চার-পাঁচ জন, তখন তারা ওটা ভাগ করে যে, আমার পাশের ঘরে থাকে ও, আমি এটা নিচ্ছি, আমি ওটা পৌঁছে দেব- ব্যাপারটা এইরকম।”
বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন ইসি সচিব।
তিনি বলেন, “প্রবাসী ভোটের ব্যালট পেয়েছেন, এই আনন্দটুকু ধরে রাখার জন্য এটা কেউ করে পোস্ট করেছেন। যেটা হয়েছে যে, আপনারা খেয়াল করে দেখবেন, এখানে কোনো খাম খোলা হয়েছে বলে সেরকম কোনো কিছু নেই।”
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নিবন্ধিত সাড়ে ৭ লাখেরও বেশি প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট পেপারের খাম পৌঁছেছে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে তারা ভোট দিয়ে ফেরত খাম পাঠাবেন বাংলাদেশে।
এর মধ্যেই বাহরাইনের ‘জামায়াত নেতার বাসা থেকে পোস্টাল ব্যালট বিতরণ’ করা হচ্ছে বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “পোস্টাল ব্যালটের খাম বন্টনের ভিডিও কীভাবে ঘটল, তা সরেজমিন তদন্ত করে দেখা হচ্ছে। বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি তাৎক্ষণিকভাবে সেখানকার ডাক বিভাগকে জানিয়েছে।”
তিনি বলেন, বাহরাইনের ব্যাপারটা হচ্ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্য হওয়ায় বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল ব্যালটগুলো পাঠাচ্ছে নির্বাচন কমিশন। পোস্টাল সিস্টেম একেকটা দেশে একেক রকম, মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের ক্ষেত্রে বিভিন্ন রকমের।
“বাহরাইনের ক্ষেত্রে যেটা হয়েছে যে, ওখানে ১৬০টি ব্যালট কোনো এক জায়গায় বক্সে দিয়ে দেওয়া হয়েছে, ডেলিভারি পয়েন্ট থেকে।”
তাৎক্ষণিকভাবে বিষয়টি বাহরাইন ডাক বিভাগকে বলা হয়েছে এবং যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব।
“এটা তাৎক্ষণিকভাবে বাহারাইন পোস্টকে বলা হয়েছে, এটা তো তাদের কাছে করা হয়নি এবং আমাদের রাষ্ট্রদূত এই বিষয়টা দেখছেন। বাহরাইন পোস্ট বলেছে. তারা এটা সরজমিনে তদন্ত করে জানাবে এটা কেন ঘটল, তাদের যেভাবে যে পদ্ধতিটা অনুসরণীয় ছিল, সেটা করা হয়েছে কিনা, কোনো ব্যতিক্রম হয়েছে কিনা, এই জিনিসগুলো তারা আমাদের প্রকারান্তরে জানাবে এবং এইটাই হচ্ছে সর্বশেষ অবস্থান।”
গোপনীয়তা লঙ্ঘন হয়নি: ইসি
বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিওটির ব্যাপারে ইসির তরফ থেকে লিখিত ব্যাখ্যা দেওয়া হয়েছে।
বুধবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “১১ জানুয়ারি বাহরাইন প্রবাসী কয়েকজন ভোটার কর্মস্থলে থাকাকালীন বাহরাইন পোস্ট ব্যালট খাম বিতরণের জন্য যোগাযোগ করে। সেসময় একই এলাকায় বসবাসকারী সহকর্মীদের কাছে সেগুলো হস্তান্তরের অনুরোধ করা হয়।
“পোস্টম্যান উক্ত ব্যক্তির কাছে একই এলাকায় বসবাসরত ১৬০টি ব্যালট খাম বিতরণের জন্য হস্তান্তর করেন। পরবর্তীতে ভোটারদের নিকট হস্তান্তরের জন্য বাছাইকালে উক্ত ভিডিওটি ধারণ করা হয়। বিষয়টি বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের নজরে এলে বাহরাইন পোস্ট ও সংশ্লিষ্ট বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হয়।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংশ্লিষ্ট বাংলাদেশি বিলি না করা ১২৯টি খামসহ দূতাবাসে হাজির হয়ে বিতরণের জন্য সহযোগিতা কামনা করেন। দূতাবাসের নির্দেশনা অনুযায়ী খামসমূহ বাহরাইন পোস্ট ফেরত নিয়ে সংশ্লিষ্ট ভোটারদের নিকট আলাদাভাবে বিতরণের জরুরি ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দেয়। এ ঘটনায় সংশ্লিষ্ট বাংলাদেশির মাধ্যমে কোনো খামই খোলা হয়নি এবং তথ্যের গোপনীয়তা লঙ্ঘন হয়নি।”
ইসি বলেছে, “কমিশন পোস্টাল ভোটিং কার্যক্রমের শুরু থেকেই নিবন্ধিত ভোটারদের স্ব-স্ব ব্যালটপ্রাপ্তি, ভোটাধিকার প্রয়োগ ইত্যাদি বিষয়ে গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে সচেতন করার পদক্ষেপ চলমান রেখেছে। পাশাপাশি একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল দূতাবাসকে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করার জন্য অনুরোধ করা হয়েছে।”