দেশে আমদানিকৃত স্বর্ণের সিংহভাগই অবৈধ পথে আসছে এবং এই প্রক্রিয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কিছু অসাধু কর্মীর সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খান।
বুধবার (১৪ জানুয়ারি) এনবিআরের নিয়মিত আয়োজন ‘মিট দ্য বিজনেস’-এ বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান জানান, স্বর্ণ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এনবিআর নিবিড়ভাবে কাজ করছে।
আবদুর রহমান খান বলেন, আমাদের নিজস্ব কিছু লোক এসব অনিয়মের সাথে জড়িত। ফলে অনেকের চাকরি যাচ্ছে এবং তাদের বিভাগীয় শাস্তির আওতায় আনা হচ্ছে। কিছু স্বর্ণ বৈধ পথে এলেও সেগুলোর সঠিক এসওপি বা হিসাব সংরক্ষণে ঘাটতি দেখা যায়। ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে এর সঠিক জবাবদিহি করতে পারছেন না।
রাজস্ব সংস্কার নিয়ে চেয়ারম্যান জানান, ভবিষ্যতে ব্যবসায়ীদের জন্য ‘টার্নওভার ট্যাক্স’ পদ্ধতি বিলুপ্ত করার পরিকল্পনা রয়েছে। এর পরিবর্তে ব্যবসায়ীদের কেবল অর্জিত লাভের ওপর কর দিতে হবে। এছাড়া কর আদায় প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে ব্যবসায়ীদের জন্য বিশেষ অ্যাপস তৈরি করে দেওয়া হবে।
ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যাংক ঋণ পেতে এক তথ্য এবং কর দেওয়ার সময় ভিন্ন তথ্য দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। লাভ-ক্ষতির প্রকৃত তথ্য প্রদান করলে কর ব্যবস্থা আরও ব্যবসাবান্ধব হবে।
অনুষ্ঠানে স্বর্ণের বাজারকে আরও প্রতিযোগিতামূলক করতে এবং চোরাচালান রোধে আমদানি নীতিমালা সহজ করার জোর দাবি জানায় বাজুস প্রতিনিধিরা।।
শীর্ষনিউজ