Image description

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেশন প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের জন্য তিনটি সুখবরের কথা জানিয়েছেন। মঙ্গলবার ইইউ রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় বলেন, ‘আমি বাংলাদেশের জনগণের জন্য তিনটি সুখবর জানাচ্ছি। তিনি বলেন, প্রথম খবরটি হলো বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বহুল আলোচিত অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির (পিসিএ) বিষয়টি আমাদের আলোচকরা চূড়ান্ত করেছেন।’

উল্লেখ্য, বাংলাদেশ ও ২৭টি দেশের এই ব্লকের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, রাজনৈতিক ও কৌশলগত বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হবে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই ধরনের ব্যাপক সহযোগিতামূলক চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই চুক্তির অধীনে বাণিজ্য, বিনিয়োগ, সুশাসন মানবাধিকার, জ্বালানি, জলবায়ু পরিবর্তনসহ নানা ইস্যুতে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি একটি কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলা হবে।

তৃতীয় সুখবরটির কথা জানিয়ে মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নাগরিক সমাজের ভূমিকা বৃদ্ধির কাজে তহবিল বাড়াতে আমরা ইতোমধ্যে কানাডা ও সুইজারল্যান্ডের সঙ্গে আমরা একটি চুক্তি করেছি। আমাদের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো-বাংলাদেশের জনগণসহ নাগরিক সমাজের ভূমিকা জোরদার করা, যাতে করে আগামী দিনগুলোতে প্রত্যাশিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নসহ আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন তাদের যেন জবাবদিহির ভেতরে রাখা যায়।