Image description
 

সীমান্তের কাঁটাতারের খুব কাছে দাঁড়িয়ে এক শিশুর কণ্ঠে দেশপ্রেমের বলিষ্ঠ সুর এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কবি মুহিব খানের লেখা ‘ইঞ্চি ইঞ্চি মাটি’ গানটি গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া এই শিশুর ভিডিওটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও দেশপ্রেমের এক নতুন প্রতীক হিসেবে দেখছেন নেটিজেনরা। ভিডিওটিতে দেখা যায়, শিশুটি যখন অকুতোভয় চিত্তে গানটি গাইছে, তখন পেছনে ভারতের সীমান্ত ও একজন বিজিবি সদস্যের মুগ্ধ হয়ে শোনার দৃশ্যটি সবার নজর কেড়েছে।

 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ভারতীয় সীমান্তের একেবারে কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিশুটি মুহিব খানের বিখ্যাত সেই গানটি গাইছে— ‘ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা / কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না’। শিশুটির গানের প্রতিটি শব্দে ফুটে উঠেছে দেশের এক ইঞ্চি মাটিও শত্রুর হাতে ছেড়ে না দেওয়ার দৃঢ় প্রত্যয়। ভিডিওর পটভূমিতে ভারতীয় সীমান্ত বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও শিশুটির এমন নির্ভীক গান নেটিজেনদের বিশেষভাবে আপ্লুত করেছে।

ভিডিওটির একটি উল্লেখযোগ্য দিক হলো, শিশুটির গানের সময় পেছনে একজন বিজিবি সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যিনি অত্যন্ত মনোযোগের সঙ্গে গানটি শুনছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন যে, সুরের কোনো সীমান্ত নেই, তবে শিশুটির এই গান মূলত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নতুন প্রজন্মের জাগ্রত চেতনারই প্রতিফলন। ফেসবুক ও এক্স-এ (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া এই ভিডিওটি বর্তমান আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশপ্রেমের এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

 

সাম্প্রতিক সময়ে সীমান্ত উত্তেজনা ও বিভিন্ন কূটনৈতিক সংকটের মাঝে এই ভিডিওটি সাধারণ মানুষের মনে সাহস জোগাচ্ছে। নেটিজেনরা বলছেন, আমাদের দেশের ছোট ছোট শিশুদের হৃদয়েও যদি মাটির প্রতি এমন টান থাকে, তবে কোনো অপশক্তিই বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারবে না। গানটি কেবল একটি সুর নয়, বরং দেশের ইঞ্চি ইঞ্চি মাটির সুরক্ষায় এক পাহারাদারের কণ্ঠস্বর হিসেবে বিবেচিত হচ্ছে।