Image description

চট্টগ্রামের ‎মিরসরাইয়ে বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হায়েস গাড়িটি অতিরিক্ত গতি ছিল। হঠাৎ সড়কের পাশে নামিয়ে দেয় গাড়িটি। ড্রাইভার দরজা খুলে লাফ দিয়ে নেমে যায়। এ সময় গাড়িতে প্রায় ১৫ জন মানুষ ছিল। ঘটনাস্থলে কনের নানি ফাতেমা বেগম (৫৫) নিহত হন ও বেশ কয়েকজন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় স্থানীয় বিএম হসপিটালে। এ সময় সড়কের পাশে থাকা ইদ্রিস মিয়া ও মোমিন মিয়ার বসতঘরের ওপর গাড়ি তুলে দেওয়ায় তাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

‎প্রত্যক্ষদর্শী শাহজাহান বলেন, ‘আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দুটি হায়েস গাড়ি একসঙ্গে আসতেছিল। হঠাৎ কালো রঙের গাড়িটি সড়কের পাশে নামিয়ে দিয়ে চালক লাফ দিয়ে নেমে যায়। গাড়িটি অতিরিক্ত গতি ছিল। অতিরিক্ত গতির কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের পাশে নামিয়ে দেয় চালক।’

দুর্ঘটনার বিষয়ে বিএম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিকাশ বলেন, ‘বেলা তিনটার আগে ১ জনকে মৃত এবং ৪ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় মৃতকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিই, বাকিদের অবস্থা স্থিতিশীল, সবাই চিকিৎসা নিচ্ছেন।’

‎জোরারগঞ্জ থানার উপপরিদর্শক হাবিব বলেন, ‘দুর্ঘটনার কথা আপনার মাধ্যমে জানতে পারলাম। ঘটনাস্থলে এখনই আমাদের টিম পাঠাচ্ছি।’