পুলিশের গুলিতে পা হারানো চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসম্পাদক সাইফুল ইসলাম সাইফের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমি আজই জানতে পারলাম মহানগর ছাত্রদলের সাবেক সহসম্পাদক সাইফুল ইসলাম সাইফের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর আগে ছাত্রদল নেতা আসিফ চৌধুরী লিমন ও সৌরভ প্রিয় পালের বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক সিদ্ধান্তে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেন।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের প্রাথমিক সদস্য পদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কোনো বাধা রইলো না। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনের দিকে চেয়ে আছে পুরো জাতি। বিশেষ করে যেই তরুণরা দেশকে স্বৈরাচারমুক্ত করেছে তাদেরকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের কল্যাণেই প্রয়োজন। আমি মনে করি দল যে তাদেরকে শোধরানোর সুযোগ দিয়েছে সেটি অত্যন্ত ভালো সিদ্ধান্ত। কেউ দলের উর্ধ্বে না এটা যেমন বুঝতে হবে। তেমনি এখন বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ার নেতারা তাদের ভালো কাজগুলো ফুটিয়ে তোলার সময়।
উল্লেখ্য, ২০২১ সালের জুনে নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশ সাইফুল ইসলাম সাইফকে তুলে নিয়ে গুলি করে। এতে তার একটি পা হারিয়ে ফেলেন তিনি।