Image description

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের প্রক্রিয়ার ওপর নাগরিকদের বিশ্বাস ও আস্থা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

আজ রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশানে হোটেল রেনেসাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিশনটি এই অভিমত ব্যক্ত করে। সংবাদ সম্মেলনে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইয়ার ইয়াবস বক্তব্য রাখেন।

ইয়ার ইয়াবস ইউরোপিয়ান পার্লামেন্টে লাটভিয়া থেকে নির্বাচিত একজন সদস্য এবং পেশায় একজন রাষ্ট্রবিজ্ঞানী। সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিতে জনআস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শীর্ষনিউজ