Image description

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল চলতি জানুয়ারির মধ্যেই প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

 

 

শনিবার (১০ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব বলেন, ‘ফল প্রকাশ নিয়ে অধিদপ্তরে একটি সভা হয়েছে।’

 

 

 

তিনি বলেন, ‘প্রশ্নপত্র মূল্যায়নের দায়িত্বে থাকা বুয়েটের ভর্তি পরীক্ষা চলায় কিছুটা সময় লাগতে পারে। ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্য রয়েছে।’

 

 

 

অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, এবার দুই ধাপে ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রতিযোগী ছিলেন প্রায় ৭৫ জন।

 

 

 

এর আগে ২০২৪ সালে তিন ধাপে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলও পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হয়েছিল।

 

 

 

এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত ৩ দিনের রাষ্ট্রীয় শোকের কারণে ২ জানুয়ারির পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়।