জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগের রাতে কনকনে ঠাণ্ডার মধ্যে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বিভিন্ন দলের খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের।
শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের নয়ডায় এই ঘটনা ঘটেছে।
এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপ হচ্ছে গ্রেটার নয়ডার গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, যেখানে রাতের তাপমাত্রা নেমেছিল ৬-৭ ডিগ্রি সেলসিয়াসে। খেলা শেষ হওয়ার পর হোটেলে ফেরেন খেলোয়াড়রা। এসে দেখেন তাদের সব ব্যাগ ঘর থেকে বের করে দেওয়া হয়েছে।
নয়ডার বিভিন্ন হোটেল ও লজে খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হয়েছিল। সব জায়গা থেকেই তাদের বের করে দেওয়া হয়। এমন অব্যবস্থায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে জাতীয় স্তরের বক্সারদের মধ্যে।
এমন ঘটনায় ছোট বিবৃতি দিয়ে দায় সেরেছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া, সমস্যার কথা জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি কোনো জায়গায় খেলোয়াড়, কোচদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সকলে যাতে ভালোভাবে ঘুমাতে পারে, তা নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।
এক বক্সিং কোচ বলেছেন, প্রতিযোগিতার জায়গা থেকে ফিরে সন্ধ্যা সাড়ে ৭টায় আমরা বিষয়টা জানতে পারি। আমাদের দলের সকলকে দ্রুত ঘর খালি করে দিতে বলা হয়। জানানো হয়, শুক্রবার পর্যন্তই ঘরের বুকিং করা ছিল। আমাদের গভীর রাত পর্যন্ত রাস্তাতেই থাকতে হয়। পরে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকার ব্যবস্থা করা হয়।
বক্সিং ফেডারেশনের এক কর্তা জানান অব্যবস্থাপনার কারণ। তার দাবি, প্রথমে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ৩০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত। সেভাবেই ব্যবস্থা করা ছিল। পরে প্রতিযোগিতার দিন বদলে হয়েছে ৪ থেকে ১০ জানুয়ারি। এজন্যই মূলত সমস্যা তৈরি।