টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত ঘিরে যখন ক্রিকেট অঙ্গনে তর্ক-বিতর্ক চলছে, তখন বিসিবির এক পরিচালকের মন্তব্য নতুন করে আগুনে ঘি ঢালল। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে উদ্দেশ্য করে করা মন্তব্যের প্রতিবাদে একাট্টা হয়েছেন ক্রিকেটাররা। এবার ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। এদিন তামিম ইকবাল এক অনুষ্ঠানে গিয়ে বলেন, দেশের ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনা করে বিশ্বকাপ খেলার ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ হিসেবে তিনি বলেছেন, দেশের ক্রিকেটের ৯০ শতাংশ রাজস্ব আসে আইসিসি থেকে। তামিমের এ মন্তব্যকে ভালোভাবে নেননি বিসিবির পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম। তিনি ফেসবুকে তামিমের ছবিসহ পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, ‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালাল -এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল।’
এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে হামিন আহমেদ লিখেছেন, ‘আমি জানি না কে এই বিসিবি পরিচালক, এবং বুঝতে পারছি না কীভাবে এমন একজন, যার ক্রিকেটে কোনো অবদান নেই, এমন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে, শুধু পয়সা বাঁচাতে, চা, শিঙ্গারা বা ডাবের পানি খরচ কমানোর জন্য! তিনি বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবালকে ‘দালাল’ বলে অভিহিত করেছেন, এটি একেবারেই অগ্রহণযোগ্য এবং উদ্বত্য আচরণ।’
একই পোস্টে তিনি আরও লেখেন, ‘একজন সাবেক জাতীয় ক্রিকেটার হিসেবে আমি এর কঠোর নিন্দা জানাই। এই পরিচালক সস্তা মনোভাবসম্পন্ন ও লজ্জাজনক ব্যক্তি হিসেবে প্রমাণিত হয়েছে। বিসিবিকে অবশ্যই তাঁকে বাদ দিতে হবে, যাতে দেশের ক্রিকেটের মর্যাদা রক্ষা হয়। পাশাপাশি এই বোর্ড পরিচালককে তামিম ইকবাল এবং দেশের সকল ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীর কাছে ক্ষমা চাইতে হবে। এটি খেলোয়াড় ও দেশের সকল ক্রিকেটপ্রেমীর দাবি।’
এদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলার প্রতিবাদে একাট্টা হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাইফ ইসলামসহ ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যকে শিষ্টাচারবহির্ভূত বলে মনে করেন তারা।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একটি টিভি চ্যানেলকে গতকাল বলেন, ‘কোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য করা উচিত না।’
নাজমুলের বিতর্কিত পোস্টের আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)।