Image description
 

বিয়ে করছেন ব্যান্ডদল ‘শিরোনামহীন’-এর ভোকালিস্ট শেখ ইশতিয়াক। আজ শনিবার (১০ জানুয়ারি) বড় পরিসরে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে। ব্যান্ডের ড্রামার ও সুরকার কাজী আহমেদ শাফিন ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন। ব্যান্ড সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার শেখ ইশতিয়াকের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিয়ের মূল অনুষ্ঠান সম্পন্ন হবে। এই অনুষ্ঠানে সংগীত অঙ্গনের অনেক তারকা ও শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

 

বর ইশতিয়াক এবং শিরোনামহীন ব্যান্ডের সদস্যরাও অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বলে জানা গেছে। তবে বিয়ের এই আনন্দের মাঝেও পাত্রীর পরিচয় এখনই জানা সম্ভব হয়ে ওঠেনি। শনিবার সন্ধ্যায় শিরোনামহীন ব্যান্ডের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ইশতিয়াকের বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পোস্টে লেখা হয়, ‘হ্যালো, আজ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করব। ঠিকই শুনেছেন, আজ আমাদের শেখ ইশতিয়াকের বিয়ে। তার জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চাইছি।’