Image description
 

নোয়াখালীর বেগমগঞ্জে নারায়ণ চন্দ্র দাস (৫৪) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের রাখাল দাসের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারায়ণ চন্দ্র দাস ওই গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে।

নিহতের ছেলে নিমাই চন্দ্র দাস জানান, বাবা দীর্ঘদিন ধরে টিউমার, আলসার ও পাইলস রোগে ভুগছিলেন। একাধিকবার চিকিৎসা করানো হলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসা করেও সুস্থ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। শনিবার ভোররাতে অসহনীয় যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে যান। কিছুক্ষন পর পুকুর পাড়ের আম গাছে উনার ঝুলন্ত লাশ দেখতে পাই।

বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

শীর্ষনিউজ