বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোট একটি আমানত এবং এই আমানতকে উপযুক্ত ও সৎ ব্যক্তির হাতেই দিতে হবে। খেয়ানতকারীর হাতে ভোটের আমানত তুলে দিলে সেই খেয়ানতের দায় ভোটারদের ওপরও বর্তায়।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) খুলনার ডুমুরিয়ার মাগুরখালী ওয়ার্ড প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় সংসদ হচ্ছে দেশের আইনসভা।
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের কেউই বুক চিতিয়ে বলতে পারেনি যে, তারা চুরি, দুর্নীতি ও জুলুমমুক্ত শাসন দিয়েছে। মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, এতদিন আলেম-ওলামাদের শুধু মসজিদ, মাদরাসা, জানাজা ও ইমামতির মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হয়েছে।