ফের সংসার ভাঙছে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খানের। স্ত্রী রূপবিশেষজ্ঞ রোজা আহমেদের সঙ্গে এক বছরের দাম্পত্যের অবসান হতে চলেছে তার। গত কয়েক মাস ধরেই আলাদা থাকছেন তাহসান-রোজা। দ্রুতই আনুষ্ঠানিক বিচ্ছেদেও যাবেন বলে জানালেন তাহসান খান নিজেই। মূলত মানসিকতার দূরত্বের কারণেই এই বিচ্ছেদ। গত বছরের শুরুতেই হঠাৎ বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছিলেন তাহসান খান। রোজা আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন তিনি। তবে বিয়ের এক বছরের মাথায় সেই সংসার এবার ভাঙনের মুখে। এদিকে, সম্প্রতি তাহসান-রোজার প্রথম বিবাহবার্ষিকীতে গুঞ্জন ওঠে, তারা জমকালো আয়োজনে বিবাহবার্ষিকী পালন করছেন। রোজার একটি ভিডিও ক্লিপও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সে বিষয়ে তাহসান জানালেন, সেটি বিয়ে বার্ষিকীর ভিডিও ছিল না।
অনেকেই ভুল বুঝেছেন। আমরা আর একসঙ্গে নেই। জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজা আহমেদের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। মূলত মানসিকতায় মিল না হওয়াতেই দূরত্ব বাড়তে থাকে তাদের। অন্যদিকে, গত বছরের শেষের দিকে গান ছেড়ে দেয়ারও সিদ্ধান্তের কথা জানান তাহসান। ঠিক তার আগেই রোজার সঙ্গে আলাদা থাকা শুরু করেন তাহসান। এই সংগীত তারকা মানবজমিনকে বলেন, সত্যি বলতে ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে চাইনি জনসম্মুখে। তবে বিবাহবার্ষিকী নিয়ে গুজব ছড়িয়েছে কিছু। তার কারণে এবার বলতে বাধ্যই হচ্ছি। আমরা অনেকদিন ধরেই একসঙ্গে থাকছি না। সুতরাং বিবাহবার্ষিকী পালনের প্রশ্নই আসে না। আমি আমার মতো থাকছি এখন। তবে বিস্তারিত পরবর্তীতে জানাবো। উল্লেখ্য, ২০২৫ সালের ৪ঠা জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান।
রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি যুক্তরাষ্ট্রেই থাকেন। সেখানেই তাহসান-রোজার পরিচয় ও প্রেম। এরপর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। এবার এক বছরের সংসারের অবসান হচ্ছে তাদের। এর আগে, ২০০৬ সালের ৩রা আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। তাদের ঘরে আয়রা নামে এক কন্যাসন্তানও রয়েছে।