Image description
 

আগাম কোনো নোটিশ ছাড়াই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার থেকে আদালত চলাকালীন আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাসে আইনজীবী ছাড়া সাংবাদিকসহ অন্যান্যদের প্রবেশে বাধা দিচ্ছেন সুপ্রিম কোর্টের কর্মচারীরা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসের এক কর্মকর্তা জানান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশে এই বাধা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, 'বিষয়টি নিয়ে শিগগিরই একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করা হবে।' নোটিশ জারি হলে বাধার কারণ স্পষ্ট হবে বলেও জানান তিনি।

তবে এই সিদ্ধান্ত শুধু আপিল বিভাগেই প্রযোজ্য হবে, নাকি পুরো সুপ্রিম কোর্টে কার্যকর হবে এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তার প্রেক্ষাপটে এ ধরনের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে সুপ্রিম কোর্টের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

শীর্ষনিউজ