বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ গোখরো। ভয়ংকর এই সাপের বিষে নিউরোটক্সিন থাকে। এদের কামড়ে মুহুর্তেই হৃৎস্পন্দন থেমে যেতে পারে। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুও হতে পারে। এসব জেনেও শীতে আগুন পোহাতে পোহাতে সেই গোখরো সাপের সঙ্গেই এক যুবককে গল্প করতে দেখা যায়।
একদম সামনে বসে বিষাক্ত সাপটির সঙ্গে কথা বলতেও দেখা যায় তাকে। এই পুরোটা সময় গোখরো ফণা তুলেই ছিল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।
ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি ফাঁকা জায়গায় বসে আগুন পোহাচ্ছেন এক যুবক।
তার গায়ে শীতের পোশাক। যুবকের ঠিক পাশেই ফণা তুলে আছে একটি গোখরো। সাপটির দিকে তাকিয়ে কথাও বলছেন ওই যুবক। এসময় সাপটি ফণা দুলিয়ে ফোঁস ফোঁস শব্দ করে।
তবুও ওই যুবক ভয় পাননি। বরং তিনি সাপটিকে উদ্দেশ্য করে বলেন, ‘‘তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? ভালো করে আগুন পোহা।” ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা।