Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলের জিএস পদপ্রার্থী আবদুল আলিম আরিফ বলেছেন, যারা আমাদের ভিপি পদপ্রার্থীর স্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হেনস্তা করেছে তাদের উপযুক্ত শাস্তি দাবি জানাই।

মঙ্গলবার দুপুর ৩ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ শিবির সমর্থিত প্যানেল 'অদম্য জবিয়ান ঐক্য'র জিএস পদপ্রার্থী আবদুল আলিম আরিফ এদাবি করেন৷

আবদুল আলিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪ তম ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী মহিমাকে হেনস্তা করা হয়েছে। এসমস্ত হেনস্তাকারীরা ভোটের মাধ্যমে বর্জন হবে ইনশাআল্লাহ। নারী হেনস্তা যারা করেছে, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা রাষ্ট্রীয় প্রশাসন হেনস্তা যারা করেছে তাদের আটক না করে যিনি হেনস্তার শিকার তাকে পুলিশ ভ্যানে তুলেছে। আমরা প্রশ্ন রাখতে চাই -কেন হেনস্তার শিকার নারীকে পুলিশের ভ্যানে তোলা হলো? আমরা হেনস্তাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করি।

তিনি আরো বলেন, আমাদের ১৪ তম ব্যাচের শিক্ষার্থীকে বাইরের বহিরাগত ও জামায়াতের নেত্রী বলে ট্যাগিং করে হেনস্তা করা হয়েছে। অথচ অষ্টম ব্যাচের শিক্ষার্থী বিশেষ বিবেচনায় শিক্ষার্থী হিসেবে এখানে ভোট ক্যাম্পিং করতেছে। এই দ্বিচারিতা কেন এর জবাব চাই।

তিনি অভিযোগ করে বলেন, আমাকে কয়েকজন নারী শিক্ষার্থী এসে বলেছেন -তারা কাকে ভোট দিয়েছে সেটি এক দলের পোলিং এজেন্ট এসে অবজার্ব করেছে। যা তাদের জন্য অত্যন্ত ভীতিকর।

এসময় আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিকতা দেখালেও তাদের গাফিলতি ও অবহেলা চক্ষুশূলে পরিণত হয়েছে বলে দাবি করেন আবদুল আলিম।