আওয়ামী লীগ শাসনামলে শতাধিক গুম-খুনের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের আরজি জানিয়েছে প্রসিকিউশন।
চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ রবিবার এই আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিন কারাগার থেকে জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
শুনানিতে জিয়াউলের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
আসামিপক্ষে শুনানি করেন জিয়াউল আহসানের বোন সুপ্রিমকোর্টের আইনজীবী নাজনীন নাহার।
আনিসুল-সালমানের ভয়েস রেকর্ড পরীক্ষার আবেদন খারিজ
গত ২২ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলা অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর ২০২৪ সালের ১৯ জুলাই সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের মধ্যে ফোনালাপের একটি রেকর্ড বাজিয়ে শুনিয়েছিলেন ট্রাইব্যুনালকে। গতকাল শুনানিতে তাঁদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন সেদিন এই দুজনের মধ্যে কোনো ফোনালাপ হয়নি।
শুনানির পর আবেদনটি খারিজ করে দিয়ে ট্রাইব্যুনাল বলেন, এরই মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাই এমন কোনো কারণে আইনজীবীর সময় বাড়ানো হবে না। যদিও আসামিপক্ষের আবেদনটি নথিভুক্ত রাখার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
নতুন বছরে ন্যায়বিচারে অবিচল থাকার আহ্বান: নতুন বছরে সততা ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এদিন আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া তদন্ত কর্মকর্তাকে দ্বিতীয় দিনের জেরা করেন আসামিপক্ষের আইনজী। জেরা শুরুর আগে প্রসিকিউশনের পক্ষ থেকে বিচারকদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।
তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরাও দোয়া করি। আমরা যেন সঠিক আর ন্যায়ের পথে থাকতে পারি। আপনারাও সততা ও ন্যায়ের পথে অবিচল থাকবেন। এরপর তদন্ত কর্মকর্তা জানে আলম খানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিরাজুল ইসলাম।