শরীয়তপুরের সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) রাতে সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এক অনুষ্ঠানে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মো. সফিকুর রহমান কিরণকে ফুল দিয়ে সখিপুর থানা আওয়ামী লীগের সদ্য পদত্যাগী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সরকার কবির উদ্দিনের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় সফিকুর রহমান কিরণ নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন।
জেলা বিএনপির সহ-সভাপতি এসএস মাহফুজুর রহমান বাচ্চু সরকার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহমেদ, সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মোজহারুল ইসলাম সরদার, ডিএমখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সরদার, সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক রাজিব সরদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার, ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ সরদার প্রমুখ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিএনপিতে নতুন যোগদানকারী সরকার কবির উদ্দিনসহ নেতারা বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী-সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপিতে যোগদান করেছি। নড়িয়া-সখিপুরের উন্নয়নে জননেতা আলহাজ্ব সফিকুর রহমান কিরণের বিকল্প নেই। তাই তাকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে হবে এবং এই এলাকা বিএনপির শক্তিশালী ঘাঁটিতে পরিণত করতে হবে, ইনশাআল্লাহ।
যোগদান অনুষ্ঠানে শরীয়তপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সফিকুর রহমান কিরণ বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাস করে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া আমৃত্যু এদেশের মানুষের জন্য কাজ করে গেছেন। তাই তাদের আদর্শ বাস্তবায়ন ও দেশের উন্নয়নে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি কাজ করে যাচ্ছে। আমরা নড়িয়া-সখিপুরকে একটি শান্তির জনপদে রূপান্তরিত করতে চাই। জনগণের ভোটে আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করা হবে।
এই কারণে নতুন যোগদানকারীদের বিএনপির পতাকাতলে স্বাগত জানানো হয়েছে।