Image description

কুয়েতের ওয়াফরা এলাকায় একটি কৃষি খামারে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।

মৃত ব্যক্তির নাম মো. জামাল মাতব্বর। তিনি ফরিদপুর জেলার সালথা উপজেলার রসুলপুর গ্রামের মৃত হামিদ মাতব্বরের ছেলে। তার বন্ধু মন্নু ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে ওয়াফরার ওই কৃষি খামারের একটি আবাসিক কক্ষে হঠাৎ আগুন লাগে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতে ঘুমন্ত থাকায় আগুন লাগার বিষয়টি টের পাননি জামাল মাতব্বর। ফলে তিনি ঘরের ভেতরেই আটকা পড়েন।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের মরদেহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।